রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১০:৫৯ অপরাহ্ন
পটুয়াখালীর কলাপাড়ায় আপন ছোট ভাইয়ের হামলায় গুরুতর জখম হয়েছে কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের ডেমোনেস্ট্রেটর ও সংঙ্গীত শিল্পী মো.শাহাবুদ্দিন শিহাব। এঘটনাটি ঘটেছে শনিবার সকাল ৮ টার দিকে পৌর শহরের রহমতপুর এলাকায়। তাকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। আহত ডেমোনেস্ট্রেটর শাহাবুদ্দিন শিহাব জানান, তার বাসার রান্না ঘর হঠাৎ করে ভাংচুর শুরু করে ছোট ভাই শাহাদত হোসেন শামীম। এসময় তাকে বাঁধা দেয়া হয়। এক পর্যায় ক্ষিপ্ত হয়ে তার উপর হামলা চালায়। এতে সে রক্তাক্ত জখম হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার জে এইচ খান লেলীন বলেন, মো.শাহাবুদ্দিন শিহাবের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে প্রাথমিক ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। কলাপাড়া থানার ওসি মো. জসিম বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।