রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১১:২৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:-

কলাপাড়ায় আন্ধারমানিক নদী দখল দূষণ মুক্ত করার দাবীতে মানববন্ধন

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধারমানিক নদীর সীমানা নির্ধারণ করে দখল দূষণ মুক্ত করার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে সোমবার সকাল ১০ টায় কলাপাড়া প্রেসক্লাব চত্ত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কলাপাড়া আঞ্চলিক শাখা, ওয়াটারকিপার্স বাংলাদেশ ও আমরা কলাপাড়াবাসীর আয়োজনে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কলাপাড়া আঞ্চলিক শাখা সদস্য সচিব মেজবাহ উদ্দিন মাননু, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টু, পরিবেশ কর্মী ও কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নেছারউদ্দিন আহমেদ টিপু। এসময় বক্তারা আন্ধারমানিক নদীর সীমানা নির্ধারণ করে দখল দূষণ মুক্ত করা, কলাপাড়া উপজেলার জিন খাল সহ চিংগরিয়া খাল বন্দোবস্ত বাতিল সহ পরিস্কারের দাবি জানান।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas