বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০১:৩৩ পূর্বাহ্ন
পটুয়াখালীর কলাপাড়ায় ছাদ থেকে পড়ে মো.নেছারউদ্দিন (২৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের পঞ্চিম ধানখালী গ্রামে এ ঘটনা ঘটে। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিজেদের নির্মানাধীন ছাদে কাজ করতে গিয়ে সে ওই দূর্ঘটনার শিকার হয়। নেছারউদ্দিন পশ্চিম ধানখালী গ্রামের মো.আবুল হোসেনের ছেলে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।