রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৮ অপরাহ্ন
কলাপাড়ার কন্ঠ ডেক্স।। রাজধানীর নিউ মার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের ছয়জন সদস্য আহত হয়েছেন। আগুনে মার্কেটের চারপাশে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি র্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ঘটনাস্থলে র্যাবের ঢাকাস্থ ব্যাটালিয়নসমূহ হতে ১২টি টহল দল ও সাদা পোশাকে পাঁচটি দল আগুন নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিসকে সহায়তা করছে। নিউ মার্কেট এলাকায় ট্রাফিক মেনেজমেন্ট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। এদিকে ব্যবসায়ী, দোকান কর্মচারীদের যে যেভাবে পারছেন দোকান থেকে মালামাল সরিয়ে নিতে দেখা গেছে।