Sujan Mridha
- ৮ জুন, ২০২৩ / ২১৭ বার

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোকলেছুর রহমানের বদলীজনিত কারণে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। কলাপাড়া উপজেলা শিক্ষা পরিবার কতৃক আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শিক্ষকদের সাথে বিদায়ী বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মোকলেছুর রহমান। খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মো.আবদুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো.মনিরুজ্জামান খান, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আনোয়ার হোসেন, কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.খলিলুর রহমান।
খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল হকের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন তেগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদুল ইসলাম, পাটুয়া আল-আমীন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ইউসুফ আলী, চাকামইয়া বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব উল্লাহ লিটন, লালুয়া এসকেজেবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.জুনায়েদ খান এবং মোয়াজ্জেমপুর আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আবুল কালাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার প্রধানগণ এবং সহকারী শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে আয়োজক কমিটির পক্ষ থেকে বিদায়ী কর্মকর্তাকে ফুলেল শুভেচছা, ক্রেস্ট এবং উপহার প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিদায়ী শিক্ষা কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি সকলের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করেন।