বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০১:২০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:-

কলাপাড়ায় বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির উপর মাঠ দিবস অনুষ্ঠিত

মো.নাহিদুল হক, কলাপাড়া >>

পটুয়াখালীর কলাপাড়ায় বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের উমিদপুর ইসলামীয়া মাদ্রাসা প্রাঙ্গনে এদিবস অনুষ্ঠিত হয়। স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্টের অর্থায়নে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের বীজ প্রযুক্তি বিভাগ, পটুয়াখালীর সরেজমিন গবষেণা বিভাগ ও ফার্ম মেশিনারী এন্ডপোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএসিপি প্রকল্প’র বারি অঙ্গের কম্পোনেট কো-অরডিনেটর ড. পরিমল চন্দ্র সরকার। এতে সভাপতিত্ব করেন পটুয়াখালীর সরেজমিন গবষেণা বিভাগ বারি বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাইনুল ইসলাম। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন গাজিপুর বিভাগের এফএমপিই ডিভিশন বারি বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সুমন মিয়া ও বিজ্ঞান প্রযুক্তি বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সাদেকুর রহমান। এসয় উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক কৃষক, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারিবৃন্দসহ গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফার্মে মেশিনারী এন্ড পোষ্ট হারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ার বিভাগ হতে বারি উদ্ভাবিত তৈল ভাঙ্গানোর মেশিন দিয়ে সরিষা, তিল ও সূর্যমূখী ভাঙ্গানো যায়। সরিষা হতে তৈল রিকোভারি ৩৫-৩৭%, তিল হতে ৪০-৪২% এবং সূর্যমূখী হতে ৩২-৩৫% তেল পাওয়া যায়। এ মেশিন দিয়ে ১ ঘন্টায় ২০-২৫ কেজি সরিষা ও তিল ইত্যাদি ভাঙ্গানো সম্ভব। গাড়িসহ এর একটি মেশিনের দাম ১ লক্ষ ৪০ হাজার টাকা। এসএসিপি প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন এলাকায় এ মেশিনের উপর মাঠ দিবস করে কৃষকদের উদ্ভুদ্ধ করা হচ্ছে। তাই কৃষকদের মাঝে এ মেশিনের প্রতি খুব আগ্রহ সৃষ্টি হয়েছে। তবে, উপস্থিত কৃষকরা ৭০% ভর্তুকিতে এ মেশিনগুলো দেয়ার জন্য সরকারের কাছে দাবী জানান।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas