দেশের মৎস্য সম্পদের সুরক্ষা ও মাছের বংশ বিস্তারে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিনের সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এ নিষেধাজ্ঞার আওতায় বন্ধ থাকবে সকল বরফ কল। কিন্তু কিছু অসাধু বরল কল ব্যবসায়ী এখনও তাদের বরফ কল চালু রেখেছে। এসব বরল বন্ধে ও নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে কাজ করছে নৌ-পুলিশ, কোষ্টগার্ড ও মৎস্য বিভাগ। শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালীর রাঙ্গাবালীতে অভিযান চালিয়ে একটি বরফ কল বন্ধ করে দেয় পায়রা বন্দর নৌ-পুলিশ। উপজেলার কোড়ালিয়া ইউনিয়নের মেসার্স অয়ন বরফ কলটির বিদ্যুৎ বিচ্ছিন্নের মাধ্যমে বন্ধ করে দেয়া হয়। এসময় বেশ কিছু বরফ নষ্ট করা হয়। এ অভিযানে উপস্থিত ছিলেন পায়রা বন্দর নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ কামাল হোসেন সহ নৌ-পুলিশের সদস্যরা।

পায়রা বন্দর নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ কামাল হোসেন জানান, নিষেধাজ্ঞা সফল করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এর আগেও আমরা বেশ কয়েকটি বরফ কল বন্ধ করে দিয়েছি। এছাড়া আমরা বেশ কয়েকজন জেলে এবং বেশ কিছু জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।