বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০১:০১ পূর্বাহ্ন
ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’: শক্তি আরও বাড়তে পারেঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ আগামী ৩৬ ঘণ্টায় আরও শক্তিশালী হতে পারে
আরব সাগরের দিক থেকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। এটা অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আগামী ৩৬ ঘণ্টায় আরও শক্তিশালী হতে পারে এই ঘূর্ণিঝড়। পূর্ব-মধ্য এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব আরব সাগরের ওপর অবস্থান করছে এই ঝড়। ভারতীয় আবহাওয়া বিভাগ এ তথ্য দিয়েছে।
শুধু ভারত নয়, পাকিস্তানের করাচিতেও তাণ্ডব চালাতে পারে ঘূর্ণিঝড় বিপর্যয়। এটা এই মুহূর্তে ১১৪০ কিলোমিটার দক্ষিণে রয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই সাইক্লোনটি ব্যাপক প্রভাব বিস্তার করবে। ভারত, পাকিস্তান ছাড়াও ওমান ও ইরানেও এই ঘূর্ণিঝড়ের জেরে প্রবল বৃষ্টিপাত হবে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতোমধ্যেই ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে ভারতের কর্নাটক, গোয়া ও মহারাষ্ট্র রাজ্যের উপকূলে। ১০ জুন পর্যন্ত বইবে এ দমকা হাওয়া।
আবহাওয়াবিদদের আশঙ্কা ঘূর্ণিঝড় বিপর্যয়ের গতিবেগ পৌঁছতে পারে প্রতি ঘণ্টায় ১৭০ কিলোমিটার পর্যন্ত। বাতাসের গতিবেগ থাকতে পারে ১৪৫ থেকে ১৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা।
মধ্য ও দক্ষিণ আরব সাগরের তীরবর্তী কেরালা, কর্নাটক এবং গোয়াতে এই ঝড়ের প্রভাব সবেচেয়ে বেশি পড়বে বলে জানা গেছে। ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, কেরালা, দক্ষিণ কর্নাটক, মণিপুর, মিজোরাম, আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে। আগামী তিন থেকে চার দিন এই ঘূর্ণিঝড়ের প্রভাব চলবে সংশ্লিষ্ট রাজ্যগুলোতে। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। এছাড়াও ১০ জুন বৃষ্টিতে ভাসবে মুম্বাই।
আবহাওয়াবিদদের একাংশের অনুমান এই ঘূর্ণিঝড়টির গুজরাট উপকূলেই আছড়ে পড়ার সম্ভাবনা বেশি। সে ক্ষেত্রে সাম্প্রতিক সাইক্লোন মোখার গতিবেগকেও হার মানাতে পারে এ ঘূর্ণিঝড়টি।