সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ১২:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:-

কুয়াকাটায় দুই আবাসিক হোটেলে জরিমানা

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

পটুয়াখালীর কুয়াকাটায় ইমারত নির্মান আইনে অনুমোদন না নেয়ায় হোটেল আমির হামজা ও নাইস লুক নামের দু’টি আবাসিক হোটেলে ৭০ হাজার টাকা জরিমানা করেছন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
 শনিবার বিকেলে কুয়াকাটা ইলিশ পার্ক রোডে অবস্থিত হোটেল দু’টিতে উপস্থিত হয়ে মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা করা হয়৷
জানা যায়, কুয়াকাটা এলাকায় জমিজমা বিক্রি ও ভবন নির্মাণের ক্ষেত্রে বিভাগীয় কমিশনারের অনুমতি প্রয়োজন। কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে কেউ এগুলোকে তোয়াক্কা করছে না। এতে কুয়াকাটার মাস্টারপ্ল্যান বাস্তবায়ন ক্ষতিগ্রস্ত হচ্ছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.জাহাঙ্গীর হোসেন বলেন, এ অভিযানে  দু’টি বহুতল ভবনে কাগজপত্র ঠিক না থাকায় সত্তর হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas