রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:-

কলাপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

পটুয়াখালীর কলাপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় ফাতেমা বেগম (৭০ )নামে এক নারীর মৃত্যুু হয়েছে। শনিবার রাত সাড়ে দশাটার দিকে সিক্স লেন সড়কে এ দুর্ঘটনা ঘটে। মৃত ফাতেমা বাড়ি উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব রজাপাড়া গ্রামে। তার স্বামী নাম সত্তার হাওলাদার।
স্থানীয় ও পুলিশ  সূত্রে জানা গেছে, স্বামী ও মেয়েকে নিয়ে কলাপাড়া শহর থেকে বাড়িতে ফিরছিলেন। সিক্স লেন সড়কে আসলে বেপরোয়া গতিতে একটি মোটরসাইকেল ফাতেমা বেগমকে ধাক্কা দেয়। এসময় সিটকে সড়কের উপর পরে গুরুতর আহত হয়। এখান থেকে তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। এদিকে ওই মোটরসাইকেলে থাকা ড্রাইভার ও আরোহী গুরুতর আহত বলে একটি সূত্রে জানা গেছে।
এ বিষয়ে কলাপাড়া থানার ওসি মোঃ জসিম জানান, এ বিষয় কোন অভিযোগ না থাকায়, পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas