রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৬:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:-

প্রচণ্ড গরমে জ্ঞান হারালেন ৩ ব্রিটিশ সেনা

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

ব্রিটেনের বার্ষিক ট্রুপিং দ্য কালার প্যারেডের জন্য চূড়ান্ত মহড়া চলাকালীন সময়ে প্রিন্স উইলিয়ামের সামনে শনিবার (১০ জুন) প্রচণ্ড গরমে ৩ সেনা অজ্ঞান হয়ে পড়েন।

ফক্স নিউজ জানিয়েছে, লন্ডনের প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস গরমের মধ্যে সেনারা পশমের টিউনিক এবং ভালুকের চামড়ার টুপি পরিহিত ছিল সে সময়।

প্রিন্স উইলিয়াম এর পর এক টুইট বার্তায় লেখেন, ‘আজ (শনিবার) সকালে গরমের মধ্যে কুচকাওয়াজের মহড়ায় অংশ নেওয়া প্রত্যেক সেনাকে অনেক ধন্যবাদ। কঠিন পরিস্থিতি কিন্তু আপনারা সবাই সত্যিই ভালো কাজ করেছেন। ধন্যবাদ।’

একটি ফলোআপ টুইটে তিনি লিখেছেন, ‘এ ধরনের একটি ইভেন্টে যে কঠোর পরিশ্রম এবং প্রস্তুতি চলে তা জড়িত সবার কৃতিত্ব, বিশেষ করে আজকের পরিস্থিতিতে।’

এক সামরিক ট্রাম্বোলিন বাদক জ্ঞান হারালে চিকিৎসকরা তাকে সাহায্য করতে ছুটে যান।

জ্ঞান ফেরার পর তিনি ফের বাদ্যযন্ত্র বাজাতে শুরু করেন।

এদিকে বিবিসি নিউজ জানিয়েছে, ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি দক্ষিণ ইংল্যান্ডের জন্য গরম আবহাওয়ার সতর্কতা জারি করেছে।

ট্রুপিং দ্য কালার হলো রাজার আনুষ্ঠানিক জন্মদিন উপলক্ষে একটি বার্ষিক সামরিক কুচকাওয়াজ, যা প্রতিবছর জুনে অনুষ্ঠিত হয়।

রাজা চার্লস তৃতীয় ১৭ জুন অনুষ্ঠানটি তত্ত্বাবধান করবেন বলে জানা গেছে।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas