রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৩ অপরাহ্ন
বাউফলে রিক্সাচালকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদ করায় বিল্লাল গাজী (১৭) ও সজীব গাজী (১৭) নামে দুই কলেজ শিক্ষার্থীকে পিটিয়ে জখম করেছে স্থানীয় কিশোর গাংয়ের কয়েকজন সদস্য । আহত শিক্ষার্থীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার (১০ জুন) সন্ধ্যার দিকে কালাইয়া কলেজ রোডের ধলুফকির বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটায়। বিল্লাল গাজী বাউফল সরকারি কলেজের ও সজীব বগা বন্দরের ইয়াকুব শরীফ ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
আহত সজীব গাজী জানান, ঘটনার দিন সন্ধ্যার দিকে তিনি ও বিল্লাল কলেজ রোড এলাকায় হাটাঁহাটি করছিলেন । এসময় এক বৃদ্ধ রিক্সাচালকে নাজেহাল করছিল কয়েক কিশোর। ওই সময় তারা প্রতিবাদ করলে তাদের সাথে কথা কাটাকাটি হয়। এর কিছু সময় পরে ইমন (১৬), নাঈম (১৫), সীফাত, রহমানসহ সঙ্গবদ্ধ ২০-২২জনের কিশোর গাংয়ের সদস্য তাকে ও বিল্লালকে পিটিয়ে জখম করে। তিনি দৌঁড়ে আত্মরক্ষা করলেও কিশোর গাংয়ের ২-৩ সদস্য বেল্লালকে পুকুরে ফেলে পানিতে চুবায়। এরপর তাকে পানি থেকে তুলে হাতুড়ি দিয়ে পায়ে গোড়ালিতে পিটায়। একপর্যায়ে বিল্লাল অচেতন হয়ে পরলে তাকে রাস্তা পাশে ফেলে রেখে চলে যায় কিশোর গাংয়ের সদস্যরা। এ ঘটনার ৩০-৪০ মিনিট পরে কিশোর গাংয়ের ওইসব সদস্যরা তার (সজিব) বসতঘরের হামলা করে। স্থানীয়রা বিল্লালকে অচেতন অবস্থায় উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বাউফল থানার ওসি আরিচুল হক সাংবাদিকদের বলেন, ‘অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যিাবস্থা নেয়া হবে।’