রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৮:২৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:-

দুই সিটিতে আওয়ামী লীগের জয়

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া অনেকটাই ‘শান্তিপূর্ণভাবে’ শেষ হয়েছে খুলনা ও বরিশাল সিটি করপোরেশনের ভোটগ্রহণ। দুই সিটিতেই বিপুল ভোটে জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী।

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে তৃতীয়বারের মতো বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেক। ২৮৯টি কেন্দ্রের ফলে হাতপাখার প্রার্থীর চেয়ে ৯৪ হাজার ৭৬১ ভোট বেশি পেয়েছেন তিনি।

ঘোষিত ফলে খালেক পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী আব্দুল আউয়াল হাতপাখা প্রতীকে পেয়েছেন ৬০ হাজার ৬৪ ভোট।

এ ছাড়া বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। ১২৬টি কেন্দ্রের ফলে হাতপাখার প্রার্থীর চেয়ে ৫৩ হাজার ৯৮০ ভোট বেশি পেয়েছেন তিনি।

ঘোষিত ফলে আবুল খায়ের আব্দুল্লাহ পেয়েছেন ৮৭ হাজার ৮০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের ফয়জুল করীম হাতপাখা প্রতীকে ভোট পেয়েছেন ৩৩ হাজার ৮২৮টি।

কোন সিটিতে কত ভোটার

নির্বাচন কমিশনের তথ্যমতে, খুলনা সিটিতে ভোটার রয়েছেন ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। এর মধ্যে নারী ভোটার রয়েছেন ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন। পাঁচ মেয়র প্রার্থী ছাড়াও ৩১টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে লড়েন ১৩৬ জন ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৯ জন।

এ ছাড়া বরিশাল সিটির ৩০টি ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯, মহিলা ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯। মেয়র পদে সাতজন ছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ১১৫ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৪২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

আজ সকাল ৮টায় খুলনা ও বরিশাল নগরীতে ভোটগ্রহণ শুরু হয়। ভোট শেষ হয় বিকেল ৪টায়। এরপর চলে গণনা। দুটি সিটিতেই ইভিএমে ভোটগ্রহণ হয়।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas