রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৪ অপরাহ্ন
পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৩ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস,এম রাকিবুল আহসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার, ডাঃ মানিকুল আলম প্রমুখ। চিত্রাংকন প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠান শেষে পুরষ্কার বিতরণ করা হয়।