রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:-

শান্তর সেঞ্চুরি

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

নাজমুল শান্তর ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিটি এলো ১১৮ বলে, ১০০ রানের ইনিংসে এখন পর্যন্ত স্ট্রাইক রেট ৮৪.৭৪। এখন পর্যন্ত মেরেছেন ১৮টি চার।

শান্তর দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি ছিল হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে। সেখানে তিনি খেলেছিলেন ১১৮ বলে ১১৭ রানের ইনিংস। তাতে ছিল ৫টি চার এবং ৬টি ছক্কার মার।

ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটি শান্ত পেয়েছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলেতে। ১৬৩ রানের ইনিংসে নাজমুল সে ইনিংসে মেরেছিলেন ১৭টি চার। স্ট্রাইক রেট ছিল ৪৩.১২।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas