রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৬:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:-

বাউফলে গোয়ালঘরে আগুন দিয়ে ৬ গরু পুড়িয়ে মারল দুর্বৃত্তরা

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি >>

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের চন্দন বাড়িয়া গ্রামের মো. চুন্নু মিয়ার গোয়ালঘরে আগুন দিয়ে ৬টি গরু পুড়িয়ে মেরেছে দুর্বৃত্তরা। গরুগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা। বুধবার দিবাগত রাত আড়াইটায় এ ঘটনা ঘটেছে।

গরুর মালিক মো. চুন্নু মিয়া জানান, তার গোয়লঘরে মোট ৮ টি গরু ছিল। প্রতিদিনেরমত তিনি গরুগুলোকে খড়কুটা দিয়ে ঘরে ঘুমাতে যান। রাত আড়াইটার দিকে তার চাচাতো ভাই ওহাব মুন্সী (৫০) প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে নামলে তিনি গোয়ালেঘরে আগুন জ্বলতে দেখে ডাকচিৎকার দিলে বাড়ির লোকজন জড়ো হয়ে আগুন নিভানোর চেষ্টা করেন। ততক্ষণে গোয়ালঘরটি সম্পুর্ণ ভস্মিভুত হয়ে যায়। আগুনের তীব্রতায় ২টি গরু রশি ছিড়ে গোয়ালঘর থেকে বেড়িয়ে গেলেও দুইটি বলদ, দুইটি গাভীন গরু ও দুইটি বাচ্চা গরু আগুনে পুড়ে মারা যায়। তিনি আরও জানান, এসময় ঘোয়াল ঘরের পাশে থাকা হাঁস ও মুরগির ঘরটি আগুনে পুড়ে যায়। এতে ৪০-৫০ টি হাঁস মুরগি দগ্ধ হয়ে মারা যায়।

এ ব্যাপারে বগা ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘খুবই মর্মান্তিক ঘটনা। বোবা প্রানীর সাথে কেউ এ রকম শত্রুতা করে ?’

বাউফল থানার ওসি আরিচুল হক বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। বগা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কেন লিখিত অভিযোগ পাইনি।’

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas