রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:-

কম্বোডিয়াকে ১-০ গোলে হারাল বাংলাদেশ

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

সাফ চ্যাম্পিয়নশিপের আগে ফিফা প্রীতি ম্যাচে কম্বোডিয়াকে ১-০ গোলে হারাল বাংলাদেশ ফুটবল দল।বৃহস্পতিবার নমপেন অলিম্পিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৬টায় ম্যাচটি শুরু হয়। খেলার ২৪ মিনিটে মজিবর রহমান জনির গোলে ১-০ গোলে এগিয়ে যায় লাল সবুজের প্রতিনিধিরা। মাঝমাঠ থেকে ফয়সাল আহমেদ ফাহিমের বাড়ানো ক্রস দ্রুত ছুটে গিয়ে ডি-বক্সে দখলে নেন জনি। কম্বোডিয়ার ডিফেন্ডারদের অফ সাইডের পাতা ফাঁদ এড়িয়ে তিনি বল জড়ান জালে।শুরুতে পিছিয়ে পড়ে কিছুটা আক্রমণাত্মক হয়ে ওঠে কম্বোডিয়া। কিন্তু শত চেষ্টা করেও গোল শোধ করতে পারেনি। এরপর আর কোনো গোল না হওয়ায় ১-০তে জয় নিশ্চিত করে বাংলাদেশ। ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ১৬ ধাপ এগিয়ে কম্বোডিয়া। কম্বোডিয়ার অবস্থান ১৭৬ আর বাংলাদেশ আছে ১৯২তম স্থানে। র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও অতীত পরিসংখ্যান ফেভারিট হিসেবে বাংলাদেশ জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas