রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:-

৩৭০ রানে এগিয়ে বাংলাদেশ

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসানের জোড়া ফিফটিতে দ্বিতীয় ইনিংসেও সুবিধাজনক পজিশনে বাংলাদেশ দল। ২৩৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামে টাইগাররা। দ্বিতীয় দিনের শেষ বিকালে ব্যাটিংয়ে নেমে শুরুতে মাহমুদুল হাসান জয়ের উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে ১২৮ বলে ১১৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন ওপেনার জাকির হাসান। দুজনেই ৫৪ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ এক উইকেটে ১৩৪ রান। টাইগাররা এগিয়ে ৩৭০ রানে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ৩৮২ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১৪৬ রান করেন শান্ত। ৭৬ রান করেন মাহমুদুল হাসান জয়। এছাড়া ৪৮ ও ৪৭ রান করে করেন মেহেদি হাসান মিরাজ ও মুশফিকুর রহিম। জবাবে ব্যাটিংয়ে নেমে এবাদত হোসেন ও শরিফুলের গতি আর মিরাজ-তাইজুলের স্পিনে বিভ্রান্ত হয়ে ১৪৬ রানে অলআউট হয় আফগানিস্তান। ২৩৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শেষে টাইগারদের সংগ্রহ ১৩৪/১ রান। দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ ৩৭০ রানে এগিয়ে।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas