রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৯ পূর্বাহ্ন
মেট্রোরেল নিয়ে সুখবর দিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সরকারের প্রভাবশালী এই মন্ত্রী জানালেন, চলতি বছরের সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাসের মধ্যেই আগারগাঁও থেকে মতিঝিল রুটেও চলাচল করবে স্বপ্নের মেট্রোরেল।
আজ শনিবার, ১৭ জুন বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের উত্তরা হাউজ বিল্ডিং থেকে চেরাগ আলী পর্যন্ত সাড়ে চার কিমি উড়াল সড়ক পরিদর্শনকালে এমনটাই জানিয়েছেন ক্ষমতাসীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রাজধানীর বিমানবন্দর থেকে জয়দেবপুর পর্যন্ত বিআরটি প্রকল্পের কাজ চলছে প্রায় এক যুগ ধরে। এতে করে জনভোগান্তি হচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, প্রকল্পটি আরও ভেবেচিন্তে নিলে ভালো হতো।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, ঈদুল আজহার আগে ভোগান্তি কমাতে এয়ারপোর্টের কাছে বিআরটির জসিম উদ্দিন অংশ যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। এছাড়া সেপ্টেম্বর বা অক্টোবর মাসের ভেতরেই সাড়ে ২০ কিমি দৈর্ঘ্যের পুরো বিআরটি সড়কের ওপর দিয়ে যান চলাচল করতে পারবে।