বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০১:৪৭ পূর্বাহ্ন
পাখির মেতো ডানা মেলে আকাশে উড়তে কার না মন চায়? সেটা সম্ভব না হলেও বিমান কিংবা হেলিকপ্টারে চেপে আকাশে উড়তে পারে মানুষ। কিন্তু ব্যয়বহুল হওয়ায় মধ্যবিত্ত শ্রেণির সাধারণ মানুষের আকাশে ওড়ার স্বপ্ন অধরাই রয়ে যায়। সাধ থাকলেও সাধ্য না থাকায় স্বপ্নটাকে কবর দিতে বাধ্য হন তারা। এবার তাদের স্বপ্নপূরণের সুযোগ চলে এলো। চাইলেই সস্তায় হেলিকপ্টারে চেপে আকাশে উড়তে পারবেন তারা।
সম্প্রতি রাজধানীর পূর্বাচলে অবস্থিত কালব রিসোর্টে প্রবাসী হেলিকপ্টার সেবার উদ্বোধন করেছেন প্রবাসী সিআইপিদের আন্তর্জাতিক সংগঠন এনআরবি সিআইপি’র সাধারণ সম্পাদক ইয়াসিন চৌধুরী। প্রবাসীর হেলিকপ্টারে চেপে মাত্র সাড়ে ৫ হাজার টাকায় ঢাকা শহর ঘুরে দেখার সুযোগ মিলবে। শুধু ঢাকা শহর নয়, পদ্মা সেতু এবং ফরিদপুরের নয়নাভিরাম ভাঙ্গা গোলচত্বরও সস্তায় ঘুরে আসা যাবে। এজন্য গুণতে হবে সাড়ে ১৬ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রবাসীর হেলিকপ্টারের ম্যানেজিং ডিরেক্টর বাইজিদ আল হাসান। এ বিষয়ে তিনি বলেন, অনেকেই স্বপ্ন দেখেন হেলিকপ্টারে ওড়ার। কিন্তু ব্যয়বহুল হওয়ায় অনেক ক্ষেত্রেই তা সম্ভব হয় না। এবার তারা চাইলেই মাত্র সাড়ে ৫ হাজার টাকায় ঢাকার আকাশে হেলিকপ্টারে উড়তে পারবেন। ঘুরে দেখতে পারবেন ঢাকা শহর। পদ্মা সেতু এবং ফরিদপুরের ভাঙ্গা গোলচত্বরও ঘুরে দেখারও সুযোগ পাবেন মাত্র সাড়ে ১৬ হাজার টাকায়। চলতি জুন মাসেই দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনেও ফ্লাইট চালু করবে প্রবাসীর হেলিকপ্টার। সব মিলিয়ে জীবনকে সহজ এবং স্বতঃস্ফূর্ত করার লক্ষ্যেই যাত্রা শুরু করেছে প্রবাসীর হেলিকপ্টার।
মূলত দেশে ফেরার পর প্রবাসীদের চলাচলকে সহজ করার লক্ষ্যে প্রবাসীর হেলিকপ্টার যাত্রা শুরু করেছে বলে জানিয়েছেন এনআরবি সিআইপি’র সাধারণ সম্পাদক ইয়াসিন চৌধুরী। তার কথায়, প্রবাসীরা বিদেশে থেকে নিজ দেশে ফিরে দ্রুত স্বজনদের কাছে পৌঁছাতে চান। কিন্তু দেশের সব জেলায় বিমানবন্দর না থাকায় ও সড়কপথের যাত্রা সময়সাপেক্ষ হওয়ায় তা সম্ভব হয় না। হেলিকপ্টার এতদিন বেশ ব্যবয়বহুল ছিলো। অল্প ভাড়ায় ও সহজে হেলিকপ্টার পাওয়া গেলে অনেক প্রবাসীই সুবিধাটি নিতে পারবেন। পাশাপাশি পরিবারের সদস্যদের নিয়ে হেলিকপ্টারে ঘোরাঘুরিও করতে পারবেন তারা।