রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:৩২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:-

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে কুয়াকাটায় মানববন্ধন ও সমাবেশ

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া >>

৭১টিভি ও বাংলা নিউজের জামালপুর প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে ও ঘটনার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে কুয়াকাটায় মানববন্ধন করেছেন সাংবাদিকরা। সোমবার  (১৯ জুন) সকাল ১০টায় কুয়াকাটা প্রেসক্লাবের উদ্যোগে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে আনোয়ার হোসেন আনু’র সভাপতিত্বে প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ মানববন্ধন ও আলোচনা সভায় কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মহিপুর থানা শাখার সাংবাদিক বৃন্দ অংশগ্রহন করে। মানববন্ধনে কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও কুয়াকাটা প্রেসক্লাবের  (ভারপ্রাপ্ত) সভাপতি আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বি,এম,এস,এফ’র সভাপতি এ এম মিজানুর রহমান বুলেট, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান,  কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন , কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী সাঈদ, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও মহিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম, বিএমএসএফ’র সাধারন সম্পাদক মো: বসিরুল্লাহসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা বক্তব্য দেন।বক্তারা বলেন, নৃশংস এ হত্যার সঙ্গে প্রত্যক্ষ-পরোক্ষভাবে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং  ইতোমধ্যে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের দ্রুত ফাঁসির দাবি জানান। তারা আরো বলেন, সাংবাদিক নাদিম হত্যা গণমাধ্যমের জন্য হুমকি। উল্লেখ্য: গত বুধবার (১৪ জুন) রাতে বাড়ি ফেরার পথে বকশিগঞ্জের পাটহাটি মোড়ে পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যান। এ অবস্থায় প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।  পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে তিনি মারা যান।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas