বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০২:৩৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:-

তাপপ্রবাহের কারণে গরম হচ্ছে

কলাপাড়ার কন্ঠ ডেক্স।। তীব্র গরমে হাঁসফাঁস মানুষের জনজীবন। এর মধ্যে ফোনের বেশি করে যত্ন নেয়া দরকার। কারণ আমাদের স্মার্টফোন অল্পেই গরম হয়ে যায়। এক নজরে দেখে নিন ফোন বেশি গরম হয়ে গেলে কী করবেন। গরম যাতে না হয় তার জন্যই বা কী করা উচিত। রোদ থেকে বাঁচান: সরাসরি সূর্যের আলো থেকে স্মার্টফোন বাঁচিয়ে রাখুন। ফোনের উপর সরাসরি সূর্যের আলো এসে পড়লে ফোন বেশ গরম হয়ে যায়। এতে ফোনের ব্যাটারি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। অ্যাপ বন্ধ রাখুন: স্মার্টফোনে একসঙ্গে একাধিক অ্যাপ ব্যবহার করা যায়। এর ফলে ফোনের ব্যাকগ্রাউন্ডে একাধিক অ্যাপ চলতে থাকে। এতে ব্যাটারি বেশি খরচ হয়। ক্রমশ গরম হতে থাকে ফোন। তাই যখন যে অ্যাপ দরকার শুধু সেটাই খুলে ব্যবহার করুন। প্রোটেক্টিভ কেস: অনেকক্ষণ ধরে ফোন ব্যবহার করলে তা গরম হয়ে ওঠা স্বাভাবিক। তখন অবশ্যই ফোনের কেস খুলে রাখুন। নয়তো আরও গরম হয়ে উঠবে ফোন। কুলিং ফ্যান: ফোন গরম হয়ে গেলে কুলিং ফ্যান দিয়ে ঠান্ডা করে নেওয়া যেতে পারে। শুধু ফোনের জন্যই বাজারে নানারকম কুলিং ফ্যান পাওয়া যায়। তাই দিয়ে ফোন ঠান্ডা রাখুন।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas