Sujan Mridha
- ২৪ জুন, ২০২৩ / ২৪ বার

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>
পটুয়াখালীর কলাপাড়ায় দুর্নীতি বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘রচনা প্রতিযোগিতা ও দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মূখ্য’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুর্নীতি দমন কমিশন (দুদক) পটুয়াখালী জেলা সমন্বিত কার্যালয়ের সহযোগিতায় কলাপাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ অনুষ্ঠান আয়োজন করে। বিতর্ক প্রতিযোগিতায় বিষয়ের পক্ষে কথা বলেন শ্রদ্ধা ভট্টাচার্য, প্রাপ্তি দেবনাথ ও ফাহিমা জেরিন সামিরা। বিপক্ষে কথা বলেন খাদিজা তুল কোবরা, সুফিয়া ও চৈতি কুন্ডু।
এতে বিচারকের দায়িত্ব পালন করেন খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নমিতা রানী দত্ত, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আব্দুল খালেক, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টু। এ অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনজুরুল আলম।
অতিথি হিসেবে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন মাননু, কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক পুলিন চন্দ্র হাওলাদার, শিক্ষক ও গণমাধ্যমকর্মী নেছারউদ্দিন আহমেদ টিপু, গণমাধ্যমকর্মী উত্তম কুমার হাওলাদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান সুজন মৃধা প্রমুখ ব্যক্তিবর্গ।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ও বিজেতাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।