রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৬:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:-

কুয়াকাটার ভাঙ্গন ঠেকাতে দ্রুত গতিতে সৈকত রক্ষার কাজ শুরু

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

সাগরকন্যা কুয়াকাটার ভাঙ্গন রোধ প্রকল্পে দ্রুত গতিতে সৈকত রক্ষণাবেক্ষনের কাজ চলছে। সম্প্রতি সরকারি অর্থায়নে পানি উন্নয়ন কোর্ড এ কাজটি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। ১ কোটি ৯৭ লক্ষ টাকায় ন্যাচারাল কন্সট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজটি পেয়েছে। সাগরের জিরো পয়েন্ট থেকে পূর্বে নয়শো ও পশ্চিমে দুইশো মোট ১১’শ মিটার পর্যন্ত ২৩ হাজার জিওব্যাগ ও টিউবের মাধ্যমে সাগর কূলে স্লোভ প্রটেকশন দেয়া হবে। বীচের পাড় ঘেষে জিওব্যাগ দেয়াতে এবারের প্রটেকশন ব্যবস্থাটি দীর্ঘ মেয়াদি হবে বলে মনে করছেন স্থানীয়রা। এদিকে, আগামী জুন পর্যন্ত সময় সীমা থাকলেও জরুরি প্রয়োজনে দ্রুত এ কাজটি সম্পন্ন করবেন বলে জানিয়েছেন ঠিকাদার প্রতিষ্ঠান ন্যাচারাল কন্সট্রাকশন।
এবিষয়ে পানি উন্নয়ন বোর্ড কলাপাড়ার নির্বাহী প্রকৌশলী খালিদ বিন ওয়ালিদ বলেন, সাগরের অব্যাহত ঢেউয়ের ভাঙ্গন থেকে কুয়াকাটার বীচকে রক্ষার জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। সাগর কূলে জিওব্যাগ দিয়ে চার লাইনের প্রটেকশন দেয়ায় বীচ সুরক্ষিত থাকবে বলে তিনি আশা করেন।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas