Sujan Mridha
- ২৬ জুন, ২০২৩ / ৩৮৪ বার

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>
পটুয়াখালীর কলাপাড়ায় পানির প্রবাহ সচল রাখতে খালের বাঁধ অপসারণ করলো উপজেলা প্রশাসন। সোমবার সকালে ইউএনও জাহাঙ্গীর হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ উপস্থিত থেকে উপজেলার এলেমপুর গ্রামের দুলাহার খাল দখলদারদের হাত থেকে মুক্ত করে বাঁধ কেটে দেয়। ফলে কৃষকের কৃষিকাজে খালের পানি ব্যবহারের প্রতিবন্ধকতা দুর হলো।
স্থানীয়ভাবে দুলাহার খাল নামে পরিচিত খালটির পানি প্রবাহ আটকে দেয় কতিপয় প্রভাবশালী । তারা একাধিক বাঁধ দেয় খালটিতে। স্থানীয় কৃষকরা কৃষিকাজের সমস্যার জন্য খালের অবৈধ বাঁধ অপসারণের দাবিতে মানববন্ধন সমাবেশ করে আসছিল। অবশেষে উপজেলা প্রশাসন অন্তত চারটি বাঁধ অপসারনের পদক্ষেপ নেয়। খালটির বাঁধ অপসারণ করায় কৃষকরা স্বস্তি ফিরে পেয়েছেন।