রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১১:১৬ অপরাহ্ন
ভয়াবহ বাইক দুর্ঘটনায় পা হারালেন কন্নড় অভিনেতা সুরজ কুমার। যিনি ‘ধ্রুওয়ান’ নামেও পরিচিত। গেল শনিবার কর্ণাটকের বেগুরের কাছে মাইসুরু-গুন্ডলুপার হাইওয়েতে এই দুর্ঘটনাটি ঘটে।
এসময় তাকে দ্রুতই মাইসুরুর মণিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, সুরজ তার ডান পায়ে একটি বড়সড় আঘাত পেয়েছেন। শেষমেশ অভিনেতার জীবন বাঁচাতেই তার ডান পায়ের হাঁটুর নীচের অংশ কেটে ফেলতে হলো বলে জানিয়েছেন চিকিৎসকরা।
পুলিশ সূত্রে খবর, সুরজ যে বাইকে ছিলেন, সেটি মাইসুরু থেকে উটির দিকে যাচ্ছিল। বাইকটি একটি ট্রাক্টরকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তারপরই সেটি একটি লরিতে ধাক্কা মারে। পিষে যায় সুরজের ডান পা। তাই সেটি কেটে বাদ দেওয়া ছাড়া উপায় ছিল না বলে জানান চিকিৎসকরা।
অনুপ অ্যান্টনি পরিচালিত ভগবান ‘শ্রী কৃষ্ণ পরমাথমা’ দিয়ে সুরজ কুমারের সিনেমার দুনিয়ায় অভিষেক হওয়ার কথা ছিল। কন্নড় তারকা দর্শন ছবিটি লঞ্চ করেছিলেন, তবে কোন অজানা কারণে ছবির কাজ স্থগিত করা হয়। ‘রথম’ নামে আরেকটি ছবির কাজ শুরু করেছিলেন সুরজ কুমার। এছাড়াও সুরজ জাতির ক্রাশ প্রিয়া প্রকাশ ওয়ারিয়ারের সঙ্গেও একটা ছবির জন্য সই করেছেন।