রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:-

চাঁদে ঘাঁটি গড়তে চায় চীন

কলাপাড়ার কন্ঠ ডেক্স।। চাঁদের মাটিতেও ঘাঁটি গড়তে চায় চীন। এ উপলক্ষ্যে সম্প্রতি চীনা বিজ্ঞানীরা প্রথমবারের মতো একটি কনফারেন্সও করেছেন। চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের শতাধিক গবেষক এবং মহাকাশ ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা এই কনফারেন্সে অংশ নিয়েছিলেন। পাঁচ বছরের মধ্যেই এই চন্দ্রঘাঁটির কাজ শুরু করতে চায় চীন। তাদের এই উচ্চাভিলাষী পরিকল্পনা অনুযায়ী কাজ চলতি দশকেই শুরু হতে পারে বলে জানিয়েছে চীনের অনেক গণমাধ্যম। ২০২৮ সালের দিকে চ্যাং’ই-৮ নামের একটি চন্দ্রাভিযান পরিচালনা করবে চীন। সে অভিযানে চাঁদের মাটি দিয়ে ইট তৈরির জন্য বানানো রোবটটি পাঠানো হবে। তার আগে ২০২৫ সালের দিকে চাঁদের দূরবর্তী অংশ থেকে প্রথম মাটির নমুনা সংগ্রহের চেষ্টা চালাবে দেশটি। এর আগে ২০২০ সালে চ্যাং’ই-৫ মিশনে চাঁদের নিকটবর্তী অংশ থেকে প্রথম মাটির নমুনা সংগ্রহ করে পৃথিবীতে এনেছিল চীন।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas