রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১১:২১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:-

ঈদে ড. মাহফুজের গান ও গজল

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

বেসুরো গায়কি আর হেড়ে গলায় গান গেয়ে ব্যাপক বিতর্ক ও সমালোচনার জন্ম দিলেও দমে যাওয়ার পাত্র নন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। নিন্দার পরোয়া না করে নিয়মিতই গান গেয়ে যাচ্ছেন তিনি। বিশেষ করে এটিএন বাংলার ঈদ আয়োজন মানেই যেন বিতির্কত এই গায়কের গান।

২০১৬ সালে ঈদুল আজহা উপলক্ষে এটিএন বাংলার ঈদ অনুষ্ঠানে প্রথমবারের মতো গায়ক হিসেবে আত্মপ্রকাশ করে দেশজুড়ে তোলপাড় তোলেন মাহফুজুর রহমান। তার হেড়ে গলায় গান শুনে শ্রোতাদের ভিরমি খাওয়ার অবস্থা হয়। বিতর্ক ও সমালোচনার ঝড় ওঠে চারদিকে। নেটিজেনদের ট্রলের মুখেও পড়তে হয় তাকে। ব্যাঙ্গাত্মক নানা মন্তব্য করে তাকে একেবারে ধুয়ে দেন নেটিজেনরা। এতকিছুর পরও থেমে যাননি ড. মাহফুজ। ঈদ এলেই বেসুরো গানের ঝুলি নিয়ে হাজির হন তিনি।

এটিএন বাংলার ঈদ আয়োজন যেন অসম্পূর্ণ রয়ে যায় ড. মাহফুজের একক গানের অনুষ্ঠান ছাড়া। প্রতি ঈদেই তার গান প্রচারের পরপরই হুলস্থুল পড়ে যায়, চলতে থাকে ব্যাপক চর্চা।বিতর্ক হলেও টিআরপিতে বিভিন্ন ঈদ অনুষ্ঠানকে পেছনে ফেলে দেয় ড. মাহফুজের গানের অনুষ্ঠান। নেটিজেনরাও মুখিয়ে থাকেন তার গান নিয়ে ব্যঙ্গ করার জন্য।

বরাবরের মতো এবার ঈদেও শ্রোতাদের গান শোনাবেন ড. মাহফুজ। এবার তিনি জোড়া ধামাকা নিয়ে আসছেন। একসাথে দুই টিভি চ্যানেলে গান শোনাবেন তিনি। এটিএন বাংলার পাশাপাশি এটিএন নিউজেও প্রচারিত হবে তার গানের অনুষ্ঠান। ৪টি গজলসহ ১১টি গান দিয়ে সাজানো একক সংগীতানুষ্ঠান ‘তুমি আমার অন্তরে’ এটিএন বাংলায় প্রচারিত হবে ঈদের প্রথম দিন রাত ১০টা ৩০ মিনিটে। এছাড়া ১০টি গান দিয়ে সাজানো একক সংগীতানুষ্ঠান ‘তোমার মাঝে বাঁচি’ প্রচারিত হবে এটিএন নিউজে।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas