রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১০:৩২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:-

কুয়াকাটা সৈকতে গোসলে নেমে নিখোজ কিশোরের লাশ উদ্ধার

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোজ কিশোর নাবিলের (১৬) লাশ উদ্ধার করা হয়েছে। নিখোজের ১৩ ঘন্টা পর গতকাল রাত বারোটার দিকে সৈকতের চর গঙ্গামতি এলাকা থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়। এর আগে গতকাল বেলা এগারোটার দিকে সৈকতের একই স্থানে সে নিখোজ হয়। মৃত নাবিল কলাপাড়া পৌর শহরের মৃত বজলুর রহমানের ছেলে। সে এবার ঢাকার একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেছিলো।
কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইলিয়াস বলেন, গতকাল সকালে নাবিল চাপলী গ্রামের তার নানা বাড়ি থেকে দুই মামাতো ভাইয়ের সঙ্গে চর গঙ্গামতি সৈকতে ঘুরতে যায়। পরে তারা তিনজনই সৈকতে গোসলে নামে। এসময় নাবিল সাঁতার না জানায় সে স্রোতের  টানে সাগরে ভেসে যায়। সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও তাকে পাওয়া যায়নি। পরে রাতে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas