সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ১২:০৩ পূর্বাহ্ন
৪৫ মিনিটে নয়, ৯০ মিনিটেও বাংলাদেশ কুয়েতকে বেঁধে রেখেছিল রীতিমতো। তবে যোগ করা অতিরিক্ত সময়ে আর পারল না। কুয়েত ঠিকই জয়সূচক গোলটা বের করে নিল শেষে এসে। সেই এক গোলেই স্বপ্নভঙ্গ হয়েছে দলের। ১-০ গোলে হেরে সাফ থেকে যে বিদায়ঘণ্টা বেজে গেছে জামাল ভূঁইয়াদের।