রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৭:৩২ পূর্বাহ্ন
পটুয়াখালীর কলাপাড়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে কলাপাড়া থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আলী আহম্মেদ। কলাপাড়া থানার আয়োজনে বৃহস্পতিবার রাতে কলাপাড়া থানার হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কলাপাড়া থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আলী আহম্মেদ, কলাপাড়া থানার ওসি তদন্ত মোঃ মোস্তাফিজুর রহমান, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মোঃ হুমায়ুন কবির, সাবেক সভাপতি শামসুল আলম, মেজবাহ উদ্দিন মাননু, সাধারণ সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টু, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এইচ আর মুক্তা, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহিদ রিপন, প্রথম আলো পত্রিকার কলাপাড়া প্রতিনিধি নেছার উদ্দিন আহমেদ টিপু, কলাপাড়া সাংবাদিক ক্লাবের সভাপতি নীল রতন কুন্ডু নিলয়, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, এখন টিভির কলাপাড়া প্রতিনিধি মোঃ জসিম পারভেজ, আনন্দ টিভির কলাপাড়া কুয়াকাটা প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান সুজন মৃধা, দিপ্ত টিভির পটুয়াখালী জেলা প্রতিনিধি ফরাজি মোহাম্মদ ইমরান, সাংবাদিক রাসেল কবির মুরাদ সহ অন্যান্যরা। এসময় কলাপাড়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মিরা উপস্থিত ছিলেন।