রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৬:১৫ পূর্বাহ্ন
ভারত ও জাপানের যৌথ প্রতিষ্ঠান মারুতি সুজুকি নতুন গাড়ি আনল। মডেল মারুতি ইনভিকটো। জিমনির রেশ না কাটতেই প্রতিষ্ঠানটি নতুন গাড়ি প্রকাশ্যে আনল।
কিছুদিন আগেই নতুন ৫ দরজার জিমনি লঞ্চ করে সাড়া ফেলে দিয়েছিল মারুতি সুজুকি। এবার আনল নতুন সেভেন সিটার। এই চার চাকা আর পাঁচটা গাড়ির থেকে অনেকটাই আলাদা। এটি প্রতিষ্ঠানটির সবথেকে দামি গাড়ি।
টয়োটা ইনোভো হাইক্রস মডেলের গাড়ির আদলে মারুতি তাদের নতুন গাড়ি ডিজাইন করেছে। তবে ফ্রন্ট বাম্পার এবং স্কিড প্লেটে কিছু বদল রেখেছে মারুতি, থাকছে ১৭ ইঞ্চি অ্যালয় হুইল। গাড়ির আকারের কথা যদি বলি তাহলে এটি লম্বায় ৪৭৫৫ মিলিমিটার, চওড়ায় ১৮৫০ মিলিমিটার এবং উচ্চতা ১৭৯৫ মিলিমিটার। গাড়ির হুইলবেস ২৮৫০ মিলিমিটার।
বাজারে এই গাড়ির দুইটি ট্রিম ছাড়া হয়েছে। এগুলো হলো আলফা এবং জেটা প্লাস।
ভারতে মারুতি সুজুকি ইনভিকটো গাড়ির দাম শুরু ২৪.৭৯ লাখ রুপি থেকে। দুই ধরনের সিটিং লেআউট মিলবে এই চার চাকায়। একটি ৮ সিটার, আরেকটি ৮ সিটার। গাড়িটির অন্যতম বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে হাইব্রিড ইঞ্জিন, ১০.১ ইঞ্চি টাচস্ক্রিন, এবং ঠাসা সেফটি ফিচার্স।
গাড়ির ভিতর অর্থাৎ কেবিনে রয়েছে কালো এবং বাদামি রঙের থিম। বুট স্পেস পাওয়া যাবে ২৩৯ লিটার যা সিটগুলো ফোল্ড করে 690 লিটার পর্যন্ত বাড়ানো যাবে। এই গাড়িতে থাকতে ১০.১ ইঞ্চি টাচস্ক্রিন সঙ্গে ওয়্যারলেস অ্যানড্রয়েড অটো এবং অ্যাপেল কারপ্লে কানেক্টিভিটি।
carএছাড়াও মিলবে ৩৬০ ডিগ্রি ক্যামেরা, সানরুফ, ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, ৭ ইঞ্চি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারসহ ৫০টির বেশি কানেক্টেড ফিচার্স, সুরক্ষার ক্ষেত্রে থাকছে ছয়টি এয়ারব্যাগ, ফ্রন্ট ও রিয়ার পার্কিং সেন্সর, ইলেকট্রিক পার্কিং ব্রেক, স্টেবিলিটি কন্ট্রোল, এবিএস ইত্যাদি।
এই চার চাকায় মিলবে ২ লিটার পেট্রল ইঞ্জিন যা সর্বাধিক ১৭২ ব্রেক হর্সপাওয়ার এবং ১৮৮ এনএম টর্ক তৈরি করে। এছাড়া হাইব্রিড বিকল্পও রেখেছে মারুতি। এর সঙ্গে ই-সিভিটি গিয়ারবক্স। যা এই গাড়িটিকে সংস্থার প্রথম হাইব্রিড ও অটোমেটিক গাড়িতে পরিণত করেছে। দাবি করা হয়েছে, ০ থেকে ১০০ কিমি স্পর্শ করতে ইনভিক্টো সময় নেয় ৯.৫সেকেন্ড। গাড়ির মাইলেজ ২৩.২৪ কি.মি. প্রতি লিটার।