রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:-

২০২৯ সালে মানুষ অমরত্ব লাভ করবে: বিজ্ঞানী রে কার্জউইল

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে- বিশ্বকবি রবি ঠাকুরের ‘প্রাণ’ কবিতায় ফুটে ওঠা এই আকুতি এবার সম্ভবত সত্যি হতে চলেছে। আর মাত্র ছয় বছরের মধ্যেই নাকি মৃত্যুকে জয় করবে মানুষ। যুগ যুগ ধরে মানুষের অমরত্ব লাভের তপস্যা অবশেষে সত্যি হতে চলেছে। রীতিমতো গবেষণা চালিয়ে সম্প্রতি এমন নজিরবিহীন তথ্য সামনে এনেছেন বিজ্ঞানী রে কার্জউইল।

যেনতেন বিজ্ঞানী নন রে কার্জউইল। অতীতে প্রায় দেড়শো ভবিষ্যদ্বাণী করেছেন ৭৫ বছর বয়সী এই কম্পিউটার বিজ্ঞানী। রে কার্জউইলের করা প্রায় ৯০ শতাংশ ভবিষ্যদ্বাণীই পরবর্তী সময়ে সত্যি প্রমাণিত হয়েছে। এবার বর্ষীয়ান এই বিজ্ঞানী জানিয়েছেন, ২০২৯ সালে মানুষ অমরত্ব লাভ করবে। বলাই বাহুল্য, তার এই চাঞ্চল্যকর তথ্যে তোলপাড় উঠেছে নেটদুনিয়ায়। রীতিমতো ভাইরাল হয়েছে ইস্যুটি। নেটিজেনরা হুমড়ি খেয়ে পড়ছেন বিস্তারিত জানার জন্য।

গুগলের সাবেক বিজ্ঞানী রে কার্জউইলের অমরত্ব লাভের এই ভবিষ্যদ্বাণী সত্য প্রমাণিত হলে পাল্টে যাবে মানব সভ্যতা, রচিত হবে নতুন ইতিহাস। অনেক দিন ধরেই নানা বিষয় নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন রে কার্জউইল। জেনেটিক্স, রোবোটিক্স ও ন্যানোটেকনোলজি নিয়ে আরও বিস্তর গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে সম্প্রতি মানুষের অমরত্ব লাভের ভবিষ্যদ্বাণী করেছেন তিনি। তার চাঞ্চল্যকর সেই ভবিষ্যদ্বাণীর বিস্তারিত তুলে ধরতে সম্প্রতি চ্যানেল অ্যাডাজিও নামের একটি ইউটিউব চ্যানেলে ভিডিও পোস্ট করা হয়েছে।

রে কার্জউইল তার লেখা ‘দ্য সিঙ্গুলারিটি ইজ নিয়ার’ বইয়ে মানুষের অমরত্ব অর্জনের তথ্য তুলে ধরেছিলেন সেই ২০০৫ সালে। ন্যানো প্রযুক্তির অগ্রগতির কথা উল্লেখ করে তিনি তার বইয়ে লিখেছিলেন, মানুষ চিরকাল বেঁচে থাকতে পারবে।

রে কার্জউইলের ভাষ্য অনুযায়ী, ২০২৯ সাল হলো সেই সময় যে সময়ের কথা তিনি তার ভবিষ্যদ্বাণীতে উল্লেখ করেছেন। ২০২৯ সালে এআই বা কৃত্রিম বদ্ধিমত্তা বৈধ টিউরিং পরীক্ষায় উত্তীর্ণ হবে এবং সেজন্য মানুষের বুদ্ধিমত্তার স্তর অর্জন করবে। সম্প্রতি বিজ্ঞানী রে কার্জউইল তার সাক্ষাৎকারে বলেন, ন্যানোপ্রযুক্তি ও রোবোটিক্স ন্যানোবটের জন্ম দেবে যা মানুষের ক্ষতিগ্রস্থ কোষ ও টিস্যু ঠিক করতে পারবে। তার বিশ্বাস, এতে করে মানুষ প্রাণঘাতী সব রোগ প্রতিরোধে সক্ষমতা অর্জন করবে।

এর আগেও বেশ কয়েকবার রে কার্জউইলের ভবিষ্যদ্বাণী নিয়ে হইচই হয়েছে। বিশ্বের সেরা দাবা খেলোয়াড় ২০০০ সালের মধ্যে একটি কম্পিউটারের কাছে হেরে যাবে বলে ভবিষ্যদ্বাণী করেছিলেন এই কম্পিউটার বিজ্ঞানী। তার সেই ভবিষ্যদ্বাণী ১৯৯৭ সালে সত্যি প্রমাণিত হয়। সেই বছর ডিপ ব্লু নামের একটি কম্পিউটারের কাছে হেরে যান রাশিয়ার বিশ্বখ্যাত দাবা খেলোয়াড় গ্যারি কাসপারভ।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas