Sujan Mridha
- ৭ জুলাই, ২০২৩ / ৩০৮ বার

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>
পটুয়াখালীর কলাপাড়ায় চার কেজি গাঁজা সহ রুবেল (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে কলাপাড়া থানা পুলিশ। গতকাল রাত আটটার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের বিশকানি সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুবেল আমতলী উপজেলার আবদুল মান্নানের ছেলে।
কলাপাড়া থানার ওসি মোঃ আলী আহম্মেদ জানান, রুবেল এক পেশাদার মাদক ব্যবসায়ী। আমতলী থেকে স্কুল ব্যাগে করে এসব গাঁজা সে ওই ইউনিয়নের পশ্চিম বাদুরতলী এলাকার এক নারীর কাছে পাইকারি বিক্রির জন্য নিয়ে আসছিলো। আজই তাকে আদালতে প্রেরন করা হইবে।