Sujan Mridha
- ১০ জুলাই, ২০২৩ / ১৭২ বার

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>
পটুয়াখালীর কলাপাড়ায় যাত্রীবাহী বাস উল্টে হেলপার নিহত হয়েছে। নিহত হেলপারের নাম মামুন হাওলাদার (৩৬)। কলাপাড়া কুয়াকাটা সড়কের মোহাম্মদপুর নামক স্থানে যাত্রীবাহী বাস (বরিশাল মেট্রো- ব- ১১-০০৯৩) উল্টে হেলপার মারা গেছেন। আহত হয়েছেন আরো ১৫ যাত্রী। আজ সোমবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে। এ সময়ে বাসটি উল্টে রাস্তার পাশে পরে দুমড়ে মুছড়ে গেছে। আহত যাত্রীরা জানান, কুয়াকাটা থেকে ছেড়ে আসা বাসটি বরিশাল যাচ্ছিল। চালক বেপরোয়া চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় হেলপার মামুন হাওলাদার বাসের নিচে চাপা পড়ে। তাকে শঙ্কাজনক অবস্থায় কলাপাড়া হাসপাতালে নেয়ার পথে মারা যান। আহত যাত্রীদের কলাপাড়া হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। কলাপাড়া থানার ওসি মো. আলী আহাম্মদ জানান, দুর্ঘটনা স্থলে পুলিশ কর্মকর্তাদের পাঠানো হয়েছে। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। চালক পলাতক রয়েছে।