রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৬:৫০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:-

১১ বছর বয়সেই পারিশ্রমিক ১ কোটি রুপি

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

স্কুলে পড়াশোনা করার বয়সেই কাড়ি কাড়ি টাকা আয় করছে খুদে মডেল সিতারা। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ১ কোটি ৩০ লাখ। সম্প্রতি একটি জুয়েলারি হাউসের বিজ্ঞাপনের জন্য সিতারা ১ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে নতুন রেকর্ড গড়েছে। তার নামেই লঞ্চ করা হয়েছে জুয়েলারির নতুন সেই কালেকশন।

জি ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে,জুয়েলারি হাউসের গয়নার নতুন কালেকশনের নাম ‘সিতারা কালেকশন’। সেই গয়নার কালেকশনের বিজ্ঞাপনের মডেলও শুট করেছে সিতারা।

বলা চলে , সিতারাই প্রথম মডেল, যে মাত্র ১১ বছর বয়সে স্থান পেয়েছে টাইমস স্কোয়ারের বিলবোর্ডে। মেয়ের এই সাফল্যে আনন্দে আত্মহারা সুপারস্টার বাবা ও অভিনেত্রী মা।

উল্লেখ্য সিতারা দক্ষিণের সুপারস্টার মহেশবাবু ও নব্বই দশকের বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নম্রতা শিরোদকরের মেয়ে। মেয়ের সাফল্যের খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন গর্বিত বাবা-মা। এই বয়সেই তাদের যোগ্য উত্তরসূরীর মতোই তারকা বনে গেছে মেয়ে সিতারা।

সূত্র : জি ইন্ডিয়া

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas