রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১১:০২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:-

শেরপুরে তুলশিমালা চালের জিআই সনদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

শেরপুরের ঐতিহ্যবাহী জেলা ব্র্যান্ডিং পণ্য তুলশীমালা চাল। এই চাল অতিসম্প্রতি ভৌগলিক নিদর্শন (জিআই) পণ্য হিসেবে নিবন্ধন প্রাপ্ত হয়েছে। ১৯ জুলাই বুধবার শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এ বিষয়ে এক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মুকতাদিরুল আমহেদ। এছাড়াও সভায় জেলা প্রশাসন কর্তৃক প্রকাশিত “জনসেবায় জনহাসি” বই এর মোড়ক উন্মোচন করেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর অতিরিক্ত পুলিশ সুপার মো. ফকরুজ্জামান জুয়েল। অন্যান্যদের মাঝে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, নারী উদ্যোক্তা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas