রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১১:২১ অপরাহ্ন
নারী বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠছে আজ। নারী ফুটবলের সবচেয়ে বড় এই আসর চলবে আগস্ট মাসের ২০ তারিখ পর্যন্ত। বিশ্বকাপ ট্রফি ঘরে তুলতে মাঠে লড়াইয়ে নামবে বিশ্বের ৩২টি দেশ। এবারের নারী ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করেছে নিউজল্যান্ড ও অস্ট্রেলিয়া।
আজ বৃহস্পতিবার, ২০ জুলাই নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে অকল্যান্ডের ইডেন পার্কে খেলা শুরু হবে দুপুর ১টায়।
এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে নিউজিল্যান্ড, ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, জাপান, ইতালি, পর্তুগাল, ডেনমার্ক, ইংল্যান্ড, ফিলিপাইন, নরওয়ে, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, আয়ালল্যান্ড, নাইজেরিয়া, কানাডা, স্পেন, কোস্টারিকা, জাম্বিয়া, চায়না, হাইতি, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, নেদারল্যান্ড, ফ্রান্স, জ্যামাইকা, পানামা, সুইডেন, দক্ষিণ আফ্রিকা, মরক্কো, কলম্বিয়া এবং দক্ষিণ কোরিয়া।
উল্লেখ্য, ১৯৯১ সালে চীনে বসেছিল নারী বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর। সেবার অংশ নেয় মাত্র ১২টি দেশ। চার বছর আগে ২০১৯ সালে ফ্রান্সে অনুষ্ঠিত বিশ্বকাপে অংশ নেয় ২৪টি দল। ২০২৩ সালে অংশগ্রহণকারী দেশের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২টিতে। কাজেই বলা যায়, এবারের নারী বিশ্বকাপ ফুটবল মিশন ইতিহাসের সবচেয়ে বড়।