Sujan Mridha
- ২১ জুলাই, ২০২৩ / ৫৬৯ বার

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত আটটায় কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের অফিসে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান অন্তর্ভুক্তি কালীন সভাপতি সাবেক অধ্যক্ষ মোঃ শহিদুল আলম। একসময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, নির্বাচন পরিচালনাকারী রিটার্নিং কর্মকর্তা অধ্যক্ষ বশির আহমেদ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা। কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতি নির্বাচনে ১২ টি পদের মধ্যে চারটি পদের প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হলেও সভাপতি, সম্পাদক সহ বাকী ৮ টি পদে মোট ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করে।