রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১০:৪৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:-

বাংলাদেশের স্বপ্ন গুঁড়িয়ে ফাইনালে ভারত

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

জয়ের পথেই ছিল বাংলাদেশ। শুরুর ব্যাটিংটাও হচ্ছিল ভালো। কিন্তু শেষটায় ভারতের আগুনে বোলিংয়ে ফাইনালে উঠার স্বপ্ন শেষ হয়ে গেছে দেশের ছেলেদের। সাঈফ হাসানদের ৫১ রানে হারিয়ে ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে নাম লিখেছে ভারত। রবিবারের ফাইনালে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।

বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটা ছিল দারুণ। দুই ওপেনার মাঠে নেমেই ব্যাটিং দৃঢ়তা দেখাতে থাকেন। দলীয় ৭০ রানে এসে ভাঙে উদ্বোধনী জুটি। ওপেনার মোহাম্মদ নাঈম ৩৮ রান নিয়ে ফিরলেও ফিফটি হাঁকিয়েছেন আরেক ওপেনার তানজিদ হাসান। ৫৬ বলে খেলেছেন ৫১ রানের ইনিংস। কিন্তু এরপরই সব গড়বড় হয়ে যায় বাংলাদেশের। নিশ্চিত জয় হাতছাড়া হয়ে যায় বিশৃঙ্খল ব্যাটিংয়ে। ২১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৪.২ ওভারেই ১৬০ থেমে যায় বাংলাদেশের ইনিংস। তাতেই হয়ে যায় ফাইনালে উঠার সুযোগ। শেষ হয়ে যায় টুর্নামেন্টে বাংলাদেশের মিশনও।

তানজিদ ফেরার পরই বাংলাদেশের ব্যাটিং লাইন আপে মড়ক লাগে। নিশান্ত সিন্ধু একাই ৫ উইকেট তুলে নিয়ে লাল-সবুজের জার্সিধারীদের ধসিয়ে দেন। তার সঙ্গে ৩ উইকেট নেন মানব সুথার। ফলে আর কেউ বড় ইনিংস খেলতে পারেননি। ২২ রান আসে ক্যাপ্টেন সাঈফ হাসানের ব্যাট থেকে। ২০ রান করেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মাহমুদুল হাসান জয়। মেহেদি হাসান এনে দেন ১২ রান। বাকি ব্যাটাররা ছিলেন আসা যাওয়ার মিছিলে সামিল।

শুরুটা ভালো না হলেও শেষ দিকে ইয়াশ ডুলের ফিফটিতে ঘুরে দাঁড়ায় ভারত। তার ব্যাটিং ঝলকে ৪৯.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১১ রানের লড়াকু পুঁজি গড়ে ভারতীয়রা।

বোলিংয়ে বাংলাদেশের শুরুটা ছিল দুরন্ত। পেস ঝড় আর স্পিন জাদু দেখাতে থাকেন দেশের ক্রিকেটাররা। তাতেই চাপে পড়ে যায় ভারত। ধারণা করা হচ্ছিল, অল্প রানেই আটকে যাবে তারা। কিন্তু ব্যাপারটা মোটেই তেমন হয়নি। শেষ দিকে ইয়াশ ডুলের ফিফটিতে ঘুরে দাঁড়ায় ভারত। তার ব্যাটিং ঝলকে ৪৯.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১১ রানের লড়াকু পুঁজি গড়ে ভারতীয়রা।

ভারতের বিপদের সময় বড্ড প্রয়োজনীয় এক হাফ-সেঞ্চুরি হাঁকান ইয়াশ ডুল। ৮৫ বলে ৬ বাউন্ডারিতে খেলেন ৬৬ রানের অধিনায়কোচিত দারুণ এক ইনিংস। ব্যক্তিগত সংগ্রহটা আর বাড়াতে পারেননি ভারতের ক্যাপ্টেন। রিপন মণ্ডলের কাছে হার মেনে মাঠ ছাড়েন ডুল।

উদ্বোধনী ব্যাটার অভিষেক শর্মা ঝলক দেখানোর চেষ্টা করেও পারেননি। ৩৪ রানেই ফিরতে হয় তাকে রাকিবুল হাসানের বলে পরাস্ত হয়ে। তার আগে অন্য ওপেনার সাই সুদর্শন ফেরেন ২১ রান নিয়ে। তাকে হতাশ করেন সাকিব। মানব সুথারের ব্যাট থেকে আসে ২১ রান।

বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মেহেদি হাসান, তানজিম হাসান সাকিব ও রাকিবুল হাসান। একটি করে উইকেট পকেটে পুরেন রিপন মণ্ডল, সাঈফ হাসান ও সৌম্য সরকার।

সংক্ষিপ্ত স্কোর

ভারত ‘এ’ : ২১১/১০ (ধুল ৬৬, অভিষেক ৩৪; রাকিবুল ২/৩৬)।

বাংলাদেশ ‘এ’ : ১৬০/১০ (তামিম ৫১, নাঈম ৩৮; সিন্ধু ৫/২০)।

ফল : ভারত ‘এ’ ৫১ রানে জয়ী।

ম্যাচসেরা : ইয়াশ ডুল।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas