রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১১:৫৫ অপরাহ্ন
ঝালকাঠি-বরিশাল মহাসড়কের ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের পানিতে পড়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে।
এ ঘটনায় এখন পর্যন্ত শিশুসহ ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও একাধিক লোক আহতের ঘটনা ঘটছে। তবে তাৎক্ষনিকভাবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেননি পুলিশসহ সংশ্লিষ্টরা। আহতদের চিকিৎসার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে নেয়া হচ্ছে।
(২২জুলাই) শনিবার সকাল ১০ টার দিকে ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি পুকুরে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে পরে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় নিহত ও আহতদের উদ্ধার তৎপরতা শুরু করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল ১০ টার দিকে পিরোজপুর থেকে একটি যাত্রীবাহী লোকাল বাস বরিশালের আসার পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি পুকুরের পানিতে পড়ে যায়। বাসের গ্লাস বন্ধ থাকায় তাৎক্ষনিক ভাবে কেউ বের হতে পারেনি।
ঝালকাঠি ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, উদ্ধার অভিযান চলছে, এই মূহূর্তে তথ্য দেওয়া সম্ভব নয়। নিহতের স্যংখা এখন পর্যন্ত বলা যাচ্ছে না। বাসের ভিতরে তল্লাশী চলানো হচ্ছে বলে জানান তারা।