রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:-

তিন সপ্তাহে ‘প্রিয়তমা’র টিকিট বিক্রি ২৫ কোটি টাকার

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

দেশ ও দেশের বাইরে প্রশংসা কুড়াচ্ছে শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমা। চতুর্থ সপ্তাহে এসে দেশের ৬৩ হলে চলছে ছবিটি।

মুক্তির প্রথম সপ্তাহে ১০ কোটি ৩০ লাখ এবং দ্বিতীয় সপ্তাহে ৮ কোটি ৫৫ লাখ টাকার টিকিট বিক্রির পর তৃতীয় সপ্তাহে ৫ কোটি ৭৫ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে বলে জানান ছবির পরিচালক হিমেল আশরাফ। অর্থাৎ তিন সপ্তাহে সিনেমাটির টিকিট বিক্রি হয়েছে প্রায় ২৪ কোটি ৬০ লাখ টাকার।

আধুনিক সিনে থিয়েটার সংশ্লিষ্টরা বলছেন, মুক্তির তিন সপ্তাহে এসেও বাংলা সিনেমা নিয়ে এমন ক্রেজ খুব কমই দেখা গেছে। অন্যদিকে, সিঙ্গেল স্ক্রিনের মালিক এবং বুকিং এজেন্টরা বলছেন, গত ২০ বছরেও কোনো সিনেমা থেকে তারা এত রেসপন্স পাননি, যা প্রিয়তমা দিয়ে পেলেন!

ঈদের দিন (২৯ জুন) ‘প্রিয়তমা’ মুক্তি পেয়েছিল ১০৭ সিনেমা হলে। রোমান্টিক অ্যাকশন ধাঁচের ‘প্রিয়তমা’র কাহিনি প্রয়াত ফারুক হোসেনের। ছবির চিত্রনাট্য ও সংলাপ যৌথভাবে করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। শাকিব ছাড়াও অভিনয় করেন ইধিকা পাল, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, সহীদ উন নবী, এলিনা শাম্মী।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas