রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১১:২৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:-

কলাপাড়ায় নারী ও শিশু পাচার মোকাবেলায় কার্যকর ভূমিকা পালনে প্রশিক্ষণ কর্মশালা

উত্তম কুমার হাওলাদা, কলাপাড়া >>

পটুয়াখালীর কলাপাড়ায় নারী ও শিশু পাচার মোকাবেলায় কার্যকর ভূমিকা পালনে সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এনসিয়র প্রেটেকশন এন্ড জাষ্টিস থ্রু ইনটিগ্রেটেড এ্যাপ্রোচ ইপজিয়া প্রকল্পের উদ্যোগে বে সরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন এর আয়োজন করে। এতে ধর্মীয় স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক ও গনমাধ্যম কর্মীরা অংশগ্রন করেন।
এ প্রশিক্ষণে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়ার্ল্ড কনসান ইপজিয়া প্রকল্পের প্রোগ্রাম অফিসার সীমা ভেরোনিকা রোজারিও।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সচিব প্রকাশ চন্দ্র রায়, ইউপি সদস্য হামিদুল ইসলাম, পুরোহিত মিহির চক্রবর্তী, শিক্ষক সুকুমার চন্দ্র ভৌমিক, সাংবাদিক উত্তম কুমার হাওলাদার, মিলন কর্মকার রাজু প্রমুখ।
প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীরা নারী ও শিশু পাচার বন্ধে এলাকাভিত্তিক সচেতনতা বৃদ্ধিতে গ্রুপ ভিত্তিক আলোচনার মাধ্যমে সমস্যা তুলে ধরেন। একই সাথে মানব পাচার আইন বিষয়ে দিকসমূহ উপস্থাপন ও হট লাইন নাম্বারে (১০৯ ও ৯৯৯) দ্রুত এই বিষয়টি জানিয়ে মানব পাচার থেকে মুক্তি পাওয়ার বিষয়টি উপস্থাপন করা হয়।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas