রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:-

একাধিক জন্মনিবন্ধন বাতিল করতে নতুন নিয়ম চালু

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

একের বেশি জন্মনিবন্ধন থাকলে তা বাতিল করতে নতুন নিয়ম চালু করেছে সরকার। যাদের অনলাইনে একাধিক জন্মনিবন্ধন রয়েছে, তারা নতুন নিয়ম অনুযায়ী সুবিধামতো একটি জন্মসনদ রেখে বাকিগুলো বাতিল করতে পারবেন।

নতুন এ নিয়ম জানিয়ে সারাদেশের নিবন্ধন কার্যালয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে চিঠি পাঠিয়েছে ‘রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যুনিবন্ধন’।

গত ৫ জুলাই পাঠানো চিঠিতে বলা হয়েছে, এ সুবিধা পাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হবে। জন্ম ও মৃত্যুনিবন্ধন সফটওয়্যার বিডিআরআইএসে অপ্রয়োজনীয় সনদ বাতিলের সুবিধা (অপশন) চালু করা হয়েছে। এ সুবিধার মাধ্যমে কোনো ব্যক্তি তার অব্যবহৃত ও অপ্রয়োজনীয় জন্মসনদগুলো বাতিল করে নিতে পারেন।

আগে একাধিক জন্মনিবন্ধন থাকলে প্রথমটি রেখে বাকিগুলো বাতিল করা যেত। কিন্তু নতুন এ নিয়মের ফলে এখন প্রথমটি রাখার বাধ্যবাধকতা নেই। নিজের সুবিধামতো যেকোনো একটি জন্মসনদ রেখে অন্যগুলো বাতিল করা যাবে।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas