রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১১:১৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:-

রুপিতে বাণিজ্যের প্রথম চালান এলো বাংলাদেশে

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

বাংলাদেশ ও ভারতের মধ্যে আনুষ্ঠানিকভাবে রুপিতে বাণিজ্য শুরু হয়েছে। ১.২৩ কোটি রুপিতে কেনা ৩০টি পিকআপ ভ্যানের চালান যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করার মাধ্যমে এ বাণিজ্য শুরু হলো।

মঙ্গলবার (২৫ জুলাই) প্রথম রুপিভিত্তিক এই বাণিজ্য চালানটি ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে বলে স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে পিটিআই।

ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (আইসিপি পেট্রাপোল)-এর ম্যানেজার কমলেশ সাইনি বলেন, “এটি টাটা মোটরসের গাড়ির চ্যাসিসের একটি চালান, যার মূল্য ১.২৩ কোটি রুপি।”

এর মাধ্যমে ভারতীয় রুপিতে বাণিজ্য ও রপ্তানি বাড়বে বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে ভারতের প্রধান স্থলবন্দর হলো পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণার পেট্রাপোল বন্দর। বাংলাদেশের যশোরের বেনাপোল স্থলবন্দরের সঙ্গে এটি সংযুক্ত।

এর আগে, গত ১১ জুলাই বাংলাদেশ ও ভারতের মধ্যে রুপিতে বাণিজ্য শুরুর ঘোষণা দেওয়া হয়। সেই ঘোষণা ও চুক্তির অংশ হিসেবে মঙ্গলবার রুপিতে বাণিজ্যের প্রথম চালান বাংলাদেশে আসে।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas