বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০১:৫১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:-

বলিউড থেকে নায়িকা আসছে শাকিবের জন্য

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

কলকাতার টিভি অভিনেত্রী ইধিকা পালের সাথে ‘প্রিয়তমা’ ছবিতে জুটি বেঁধে ব্যাপক সাফল্য পেয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। সুপার-ডুপার হিট ছবিটি শুধু দেশেই নয়, দেশের বাইরেও দারুণ ব্যবসা করছে। এর মধ্যেই জানা গেলো, শাকিবের পরবর্তী ছবিতে নায়িকা নেয়া হবে বলিউড থেকে। ইতোমধ্যে সম্ভাব্য চার নায়িকার নামও জানা গেছে।

নাম চূড়ান্ত না হওয়া ছবিটি পরিচালনা করবেন দেশের বহুল আলোচিত চলচ্চিত্র পরিচালক অনন্য মামুন। বলাই বাহুল্য, এতে কেন্দ্রীয় পুরুষ চরিত্রে অভিনয় করবেন ঢালিউড কিং। আর কেন্দ্রীয় নারী চরিত্রে দেখা যাবে বলিউডের কোনো এক নায়িকাকে।

শোনা যাচ্ছে, শাকিবের বিপরীতে দেখা যেতে পারে বলিউড অভিনেত্রী নেহা শর্মা, প্রাচী দেশাই, জেরিন খান কিংবা শেহনাজ গিলকে। ইতোমধ্যে তাদের সঙ্গে আলাপ-আলোচনার পর্ব শেষ হয়েছে। শিগগির শাকিব খানের ফেসবুক পেজে জানানো হবে চূড়ান্ত নায়িকার নাম। পাশাপাশি ধামাকাদার বিগ বাজেটের ছবিটির ঘোষণাও দেয়া হবে শাকিব খানের ফেসবুক পেজ থেকে।

বাংলাদেশের পাশাপাশি ভারতেও মুক্তি পাবে ছবিটি। শুধু বাংলা ভাষায় নয়, হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায়ও নির্মিত হবে এটি। মাস দুয়েকের মধ্যেই ভারতের বেনারসে ছবিটির শুটিং শুরু হবে।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas