রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:৩০ পূর্বাহ্ন
শাকিব খান ও অপু বিশ্বাসের পুনর্মিলনের খবরে সরগরম চারদিক। দেশের সর্বত্রই বিষয়টি নিয়ে চর্চা চলছে। বিশেষ করে হঠাৎ যুক্তরাষ্ট্রে শাকিবের কাছে অপু ও জয়ের যাওয়ার ঘটনায় নানা জল্পনা ডালপালা মেলেছে। বিদেশের মাটিতে শাকিব-অপুর এখানে-সেখানে ঘুড়ে বেড়ানোর একাধিক ছবি ও ভিডিও সেই জল্পনার আগুনে ঘি ঢেলেছে।
চারদিকে শাকিব-অপুকে নিয়ে মাতামাতির কারণেই কিনা কে জানে হঠাৎ করেই চুপ মেরে যান বুবলী। বরাবরই তিনি ফেসবুকে ভীষণ সক্রিয় থাকলেও শাকিব-অপু ইস্যু নিয়ে টু শব্দও করেননি। অবশেষে মুখ খুললেন শাকিবের হাত ধরে সংবাদ পাঠিকা থেকে থেকে নায়িকা অতঃপর ঘরণী বনে যাওয়া বুবলী। বললেন, তার পুরোটা সময় সন্তান ও নিজের জন্য।
সম্প্রতি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বুবলী বলেন, শেহজাদের বাবাও তিনি, মাও তিনি। তার অনেক দায়িত্ব। ছেলের যত্ন নেয়া, সিনেমার কাজ- সব মিলিয়ে তিনি ভীষণ ব্যস্ত সময় পার করছেন। এর মধ্যে অন্য কিছু ভাববার সময় তার নেই। তার পুরোটা সময় সন্তান ও নিজের জন্য। শাকিব খানের সাথে বিচ্ছেদ হয়ে গেছে কিনা জানতে চাইলে বুবলী বলেন, নো কমেন্টস।
শাকিব-অপুর যুক্তরাষ্ট্র সফরের ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পর থেকে অনেকটাই আড়ালে ছিলেন বুবলী। অবশ্য ধীরে ধীরে জীেবনের স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছেন বুবলী। এখন তাকে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাচ্ছে। সম্প্রতি নিজের অভিনীত ‘প্রহেলিকা’ ছবির বিশেষ প্রদর্শনীতে অংশ নেন নায়িকা।