রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১১:৫০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:-

কলাপাড়ায় মুরগী পালনে প্রশিক্ষন পেলো ২০ জন গ্রামীন নারী

উত্তম কুমার হাওলাদার, কলাপাড়া >>

বিকল্প জীবিকায়নের লক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় ২০ জন গ্রামীন হতদরিদ্র নারীকে মুরগী পালনের উপর প্রশিক্ষন দেয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ১০ টার দিকে এনসিয়র প্রেটেকশন এন্ড জাষ্টিস থ্রু ইনটিগ্রেটেড এ্যাপ্রোচ ইপজিয়া প্রকল্পের উদ্যোগে বে-সরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ প্রশিক্ষন কর্মশালার আয়োজন করে। প্রশিক্ষন পরিচালনা করেন উপজেলা প্রানী সম্পদ অফিসের ভেটেনারী ফিল্ড এসিস্টেন্ট আলী আহসান। এ সময় ওয়ার্ল্ড কনসান ইপজিয়া প্রকল্পের প্রোগ্রাম অফিসার সীমা ভেরোনিকা রোজারিও উপস্থিত ছিলেন।
নীলগঞ্জ ইউনিয়নের প্রশিক্ষনার্থী সুমি রানী জানান,তার বাড়িতে বর্তমানে ১২/১৩ টি মুরগী রয়েছে। কিছুদিন আগে হঠাৎ করে বেশ কয়েকটি মুরগী মরে গেছে। তবে কি কারনে মারা গেছে তা এই প্রশিক্ষনের মাধ্যমে জানতে পারলাম। অপর এক প্রশিক্ষনার্থী হতদরিদ্র বানী বাড়ই বলেন, এর আগে এই ধরনের কোন প্রশিক্ষন পায়নি। এখন মুরগী পালনের উপর কৌশল শিখেছেন বলে তিনি জানান।
ওয়ার্ল্ড কনসান ইপজিয়া প্রকল্পের প্রোগ্রাম অফিসার সীমা ভেরোনিকা রোজারিও জানান, এ উপজেলায় ২০ জন হতদরিদ্র নারীকে পরিবারে বিকল্প জীবিকার লক্ষ্যে এই প্রশিক্ষনের আওতায় আনা হয়েছে। তবে তাদের এ কর্যক্রম অব্যহত রয়েছে।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas