রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৭:৫১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:-

কলাপাড়ায় ফ্রি লাকি কুপন ড্র অনুষ্ঠিত

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

পটুয়াখালীর কলাপাড়ায় ফ্রি লাকি কুপন ড্র অনুষ্ঠিত হয়েছে। যে সকল ক্রেতা কলাপাড়ার এ জে ইলেকট্রনিক্স থেকে পণ্য ক্রয় করে ফ্রি কুপন পেয়েছে তাদের মধ্যে থেকে লটারীর মাধ্যমে এ  পুরস্কার বিতরণ করা হয়। শনিবার শেষ বিকেলে এম এম প্লাজার নিচ তলায় এ ড্র অনুষ্ঠিত হয়। এ সময় কলাপাড়া পৌর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোঃ নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রেহান উদ্দিন রেহান, সাংগঠনিক সম্পাদক মাহামুদুল হাসান সুমন, দপ্তর সম্পাদক শওকত হোসেন সবুজ মৃধা, নির্বাহী সদস্য মোঃ মোনাছেফ, আক্তার হোসেন তালুকদার উপস্থিত ছিলেন। লটারীর মাধ্যমে সর্বোমোট ২৫ জনকে পুরস্কৃত করা হয়। বিজয়ীদের নাম্বার হলো-
১ম পুরস্কার ৩২ ইঞ্চি এলইডি টিভি বিজয়ী নম্বর ১৮৫ , ২য় পুরস্কার ২৪ ইঞ্চি এলইডি টিভি বিজয়ী নম্বর ৬৩৫, ৩য় পুরস্কার রাইস কুকার বিজয়ী নম্বর ১৯৬, ৪র্থ পুরস্কার ব্লেন্ডার বিজয়ী নম্বর ০১৭, ৫ম পুরস্কার গ্যাস স্টোভ বিজয়ী নম্বর ৫৫৮, ৬ষ্ঠ পুরস্কার প্রেসার কুকার বিজয়ী নম্বর ১১৯৫, ৭ম পুরস্কার আয়রন বিজয়ী নম্বর ১৫৪, ৮ম আয়রন বিজয়ী নম্বর ১১৯৬, ৯ম পুরস্কার ফ্রাইপ্যান বিজয়ী নম্বর ৬৫১, ১০ম পুরস্কার ফ্রাইপ্যান বিজয়ী নম্বর ২৬৩, আরো ১৫টি আকর্ষনীয় পুরস্কার বিজয়ীর নম্বর –  ৭০৬, ১১৫১, ৬২০, ০২৬, ৭৪২, ৯৯২, ১০০৭, ১৭৬৪, ৯৭৪, ১৭২৬, ৪৪৭, ৪২১, ৩৬৩, ১৭৬, ৪৪০।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas