Sujan Mridha
- ২৯ জুলাই, ২০২৩ / ৫৪৫ বার

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>
পটুয়াখালীর কলাপাড়ায় বিশ্ব বাঘ দিবস পালিত হয়েছে। সুন্দরবন বাঁচাও, বাঘ বাঁচাও” শীর্ষক প্রতিপাদ্য বিষয় নিয়ে শনিবার বিকেলে কলাপাড়া প্রেসক্লাব চত্ত্বরে মানববন্ধন ও পরে ইঞ্জি: মোঃ তৌহিদুর রহমান (সিআইপি) মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ওয়াটারকিপার্স বাংলাদেশ ও আমরা কলাপাড়াবাসীর আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন, পরিবেশকর্মী মেজবাহ উদ্দিন মাননু, নেছার উদ্দিন আহমেদ টিপু, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টু, আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি নজরুল ইসলাম, সদস্য আল ইমরান, এ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালীর সদস্য রাকায়েত আহসান।